ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয় কর্তৃক বরাদ্দকৃত বিশেষ সহায়তার জন্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের ৩০ জন শিক্ষার্থীদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। ধামইরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৩ ফেব্রুয়ারী দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। অনুষ্ঠানে সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, সরকারী এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ধামইরহাট থানার ওসি মোজাম্মেল হক কাজী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার আলী শাহ, আদিবাসী নেতা ইশ্বরমার্ডি, বিশ্বনাথ টুডু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সকলকে ১টি করে বাইসাইকেল বিতরণ করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।
Leave a Reply