ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মত বিনিময় অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারী রাত সাড়ে ৭ টায় উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে মত বিনিময় সভায় নবাগত ওসি মো. মোজাম্মেল হক কাজী’কে শুভেচ্ছা স্মারক প্রদানের মাধ্যমে বরণ করে নেয়া হয়। পূর্ব হতেই সাংবাদিকবন্ধু হিসেবে জেলায় ব্যাপক পরিচিত রয়েছে এই মিডিয়াবান্ধব পুলিশ কর্মকর্তার। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, আব্দুল্লাহেল বাকী, ক্লাবের উপদেস্টা জুলফিকার আলী, জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি শামীম রেজা, পাস্কায়েল হেমরম, সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র কাউন্সিলর মেহেদী হাসান, কাউন্সিলর আমজাদ হোসেন, সাংবাদিক সাইফুল ইসলাম, তাওসিফ ইসলাম, জাহিদ হাসান, মেহেদী সরকার, মেহেদী হাসান উজ্জল, বিডিসি ক্রাইম নিজের সম্পাদক ও প্রকাশক আনিছুর রহমান, সাংবাদিক সুফল চন্দ্র বর্মন, উজ্জল হোসেন, সোহেল রানা প্রমুখ উপস্থিত ছিলেন। এ সময় সীমান্তবতী ধামইরহাট উপজেলায় মাদক নির্মূলে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।
ওসি মোজাম্মেল হক কাজী ইতিপূর্বে জেলার আত্রাই থানায় পুলিশ পরিদর্শক (তদন্ত), পাহারপুর টুরিষ্ট পুলিশ ফাড়ির ইনচার্জের দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply