[ তারিখ ১৬-ই ফেব্রুয়ারী ২০২২ খ্রীঃ ]
ফিরোজ আলম-নিজস্ব প্রতিবেদক::
রাজশাহী জেলার মোহনপুর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে মাদক ব্যাবসায়ী
আঃ সালাম, মাসূদ রানা, বোরসান সহ-জিআর মামলার আসামীঃ রাকিব রায়হান কে গ্রেফতার করেন পুলিশ।
ধৃত আসামীর বিরুদ্ধে মোহনপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে, মামলাটি তদন্তাধীন।
”মোহনপুর থানা পুলিশ সূত্রে জানাগেছে ” মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) মোহনপুর থানা পুলিশ অভিযান চালিয়ে
১। আসামীঃ বাকশৈাল গ্রামের মৃতঃ নিয়ামতের পুত্র আঃ সালাম। উদ্ধারের পরিমাণ ২০ লিটার চুলাই মদ। মোহনপুর থানার মামলা নং ১৯/২০২২।
২। আসামীঃ শ্যামপুর গ্রামের
মৃতঃ কারিম পুত্র মাসুদ রানা
উদ্ধারের পরিমাণ ১২ লিটার চুলাই মদ। মোহনপুর থানার মামলা নং ১৮/২০২২।
৩। আসামীঃ ধোপাঘাটা গ্রামের মুনসুর এর পুত্র বোরসান,
উদ্ধারের পরিমাণ ০৬ গ্রাম হেরোইন। মোহনপুর থানার মামলা নং ২০/২০২২।
৪। জিআর মামলার আসামীঃ
বাকশিমইল গ্রামের
আজিজুল এর পুত্র রাকিব রায়হান। জিআর মামলা নং ৩০৯/১৯।
উল্লেখ্য, মাদক মামলা নং ১৯/২০২২। ১ নং আসামী আঃ সালাম সময় গত মঙ্গলবার অনুমান সন্ধা ০৭.১৫ ঘটিকায় কেশরহাট পৌর এলাকায় গ্রেফতার হওয়ার পর কেশরহাটে সবজি টি হাউজ এর সামনে বাকশৈাল ও কেশরহাট গ্রামের চারজন স্হানীয় বাসিন্দা’রা নাম প্রকাশে অনিচ্ছুক অভিযোগ তুলে ধরে এ গণমাধ্যম কর্মী কে জানান, এ মাদক ব্যাবসায়ী সন্ধার পর রাস্তা ঘাটে এমন ভাবে অহেতুক মানুষ কে গালমু্দ করে ও বেপরোয়া ভাবে চলাচল করে যাতে করে সাধারণ মানুষের জনজীবন অতিষ্ঠ হয়ে গেছে। অবৈধ ভাবে মাদকদ্রব্য চোলাইমদ সেবন করিয়া জনসাধারনের শান্তি বিনষ্ট সহ সর্বদা বিরক্তি সৃষ্টি করে থাকেন। রায়ঘাটি গ্রামের ০২নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর আজিমদ্দিন প্রমাণিক জানান, তার বেপরোয়া চলাচল ও মাদক ব্যাবসার করা থেকে বিরত থাকতে কেউ বললে, তাকে তিনি হ্মতি সাধন করার হুমকি দেয় এবং আরও বলেন পুলিশের সাথে সু-সম্পর্ক তাকে গ্রেফতার করতে পারবেনা এসব কথা লোকসমাজে বলে বেড়ায়। তার এমন কথায় যাতে করে পুলিশ বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এজন্য স্হানীয় বাসিন্দা দের অনুরোধ এ মামলাটি তদন্ত করার সময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রাজশাহী, মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বিশেষভাবে নজর দেয়ার জন্য অনুরোধ করেন, আঃ সালাম যাতে করে পরবর্তী’তে এ রকম বেআইনি কাজ করতে না পারেন।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইল ফোনে
যোগাযোগ করা হলে মোহনপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম এ প্রতিবেদককে জানান,
মাদক মামলার ধৃত আসামী মোহনপুর থানা এলাকায় গোপনে তারা মাদক ব্যাবসা চালিয়ে আসছিলো নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের পৃথক পৃথক চৌকস টিম দ্বারা মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক মামলার আসামী আঃ সালাম, মাসুদ রানা ও বোরসান কে গ্রেফতার করতে সহ্মম হয় মোহনপুর থানা পুলিশ।
এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যাবসায়ীদের নিমূল করতে সার্বহ্মনিক কঠোর অবস্হানে পুলিশ। গ্রেফতারকৃত আসামী কে পুলিশ পাহারার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply