ফিরোজ আলম-নিজস্ব প্রতিবেদক ::
রাজশাহী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে নির্ভরযোগ্য গোপন তথ্যের ভিত্তিতে অবৈধ মাদক ব্যাবসায়ী সোহেল @লিটন, ফারুক @ফাহারুল ১০০ গ্রাম হেরোইন অপরজন হলো মিলটন খন্দকার ১০০ গ্রাম হেরোইন ও ০৯ (নয়) বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ধৃত আসামীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের হয়েছে, মামলাটি তদন্তাধীন।
পুলিশ সুপার, রাজশাহী
ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মহোদয়ের দিক নির্দেশনায় ওসি ডিবি মোঃ খাইরুল ইসলাম এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) আতিকুর রেজা সরকার ও এসআই (নিঃ) মোঃ বদিউজ্জামান সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ সোহেল @ লিটন (৪২), পিতা- সাইদুর রহমান, মাতা- মোসাঃ সুদানা বেগম, সাং- সাব্দিপুর ট্যাকপাড়া, থানা-গোদগাড়ী, জেলা- রাজশাহী, ২। মোঃ ফারুক @ ফাহারুল (২২), পিতা- মোঃ আমির আলী, সাং- শিবসাগর আদর্শ পাড়া, থানা- চাঁপাইনবাবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদ্বয়কে ইং-০২/০৩/২০২২ তারিখ ১৫.৪৫ ঘটিকায় গোদাগাড়ী থানাধীন সাব্দিপুর ট্যাকপাড়া আসামী মোঃ সোহেল @ লিটন (৪২), পিতা- মোঃ সাইদুর রহমান এর বসত বাড়ীর সামনে পূর্ব পার্শ্বে ফাঁকা জায়গায় অবৈধ মাদকদ্রব্য হেরোইন ক্রয়-বিক্রয় করাকালে ধৃত আসামীদের হেফাজত হইতে ১০০ (একশত) গ্রাম হেরোইন (যাহার আনুমানিক মূল্য ১০,০০,০০০/- টাকা) সহ গ্রেফতার করেন। অপরজন হলো
মুহাম্মদ রুহুল আমিন ও এসআই (নিঃ) মোঃ শামীম হোসেন সহ সঙ্গীয় অফিসার-ফোর্স এর সহায়তায় ধৃত আসামী ১। মোঃ মিলটন খন্দকার (২১) পিতা- মোঃ মিনারুল ইসলাম, মাতা- মোসাঃ সাবানা বেগম, সাং- ভিকারপাড়া, ডাকঘর- রাজাবাড়ীহাট, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহীকে ইং-০২/০৩/২০২২ তারিখ ২১.৫০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানাধীন শ্রী প্রেম কুমার মিনজ (২২), পিতা- শ্রী স্বপন সরদার, সাং-চৌদিয়া এর বাড়ীর পশ্চিম পার্শ্বে ধৃত আসামীর হেফাজত হতে ১০০ (একশত) গ্রাম হেরোইন ও ০৯ (নয়) বোতল ফেন্সিডিল সহ ধৃত করেন। ধৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ও ২নং পলাতক আসামী শ্রী প্রদীপ এককা পরস্পর যোগসাজসে অবৈধ মাদকদ্রব্য হেরোইন ও ফেন্সিডিল নিজেদের হেফাজতে রেখে অন্য ব্যক্তির বাড়িতে রেখে মিথ্যা মামলা দিয়ে ফাসানোর উদ্দেশ্যে উক্ত মাদকদ্রব্য বহন করছিল বলে স্বীকার করে। এ সংক্রান্তে ধৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি তদন্তাধীন।
এ ঘটনার বিষয়টি নিশ্চিত করার জন্য মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাজশাহী জেলা ডিবি অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম এ প্রতিবেদককে জানান, আই জি পি, মহোদয়ের পুলিশ বিভাগের উপর নির্দেশ হচ্ছে মাদক কে জিরো টলারেন্স আনতে হবে, দেশ ও যুব সমাজকে বাঁচাতে হবে। সে লহ্মে আমরা রাজশাহী জেলা ডিবি পুলিশ অবিরাম মাদক নিমূলে কাজ করে যাচ্ছি। দীর্ঘদিন ধরে স্হানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছিল সোহেল @লিটন, ফারুক @ফাহারুল অপরজন হলো মিলটন খন্দকার তাদেরকে আটক করতে জেলা ডিবি পুলিশের ২টি চৌকস দল কতৃক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। মাদক নিমূল করতে সার্বহ্মণিক কঠোর অবস্থানে জেলা ডিবি পুলিশ। এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানান ডিবি (ওসি)। গ্রেফতারকৃত আসামী কে পুলিশ পাহারার মধ্য দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
Leave a Reply