স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
মহাধুম ধাম ও উৎসব মুখর পরিবেশের মধ্যে দিযে দাকোপ উপজেলার বাজুয়া ইউনিয়ন আন্ত ওর্যাড ফুটবল টুর্ন্নামেন্ট ২০২২ আজ ৪ আগষ্ট বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
দাকোপ উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ৮ নং বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস মুকুল রায় ফুটবল টুর্ন্নামেন্ট এর শুভ উদ্ধোধন করেন।
বাজুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মানস মুকুল রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন বাজুয়া সুরেন্দ্রনাথ ডিগ্রী কলেজের অধ্যক্ষ শ্যামল রায়।
বিশেষ অতিথি ছিলেন বাজুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান উৎপল দাস,প্যানেল চেয়ারম্যান অসিম রায়,ইউপি সদস্য দীনবন্ধু মন্ডল,ইউপি সদস্য জয়দেব রায় ইউপি সদস্য বিশ্বজিত সরকার,ইউপি সদস্য মাখন ঘোরামী।
হাজার ক্রিড়ামুদি দর্শকের সমগমে মাঠটি পরিপুর্ণ হয়ে উঠে ব্যাপক প্রতিদ্বদিতার মধ্যে টুর্ন্নামেন্ট এ বাজুয়া ৬ নং ওর্য়াড ও ৯ নং ওর্য়াডের সাথে প্রতিদ্বিতায় ৯নং ওর্য়াড ০৪ -০২ গোলে ৬নং ওর্য়াড ফুটবল দল কে পরাজিত করে।খেলাটি পরিচালনা করেন প্রদিপ ইজ্জোদার।
Leave a Reply