মহি মিজান, শিবগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় শনিবার বিকেল ৪ টার সময় কানসাট উচ্চ বিদ্যালয় মাঠে পুকুরিয়া ক্রিকেট বোর্ড (পিসিবি) এর সাথে কানসাট মর্নিং কিংস ক্রিকেট দলের ফ্রেন্ডলি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় পুকুরিয়া ক্রিকেট বোর্ড (পিসিবি)কে ৩ উইকেটে হারিয়ে জয় পেয়েছে কানসাট মর্নিং কিংস ক্রিকেট দল।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় পুকুরিয়া ক্রিকেট বোর্ড (পিসিবি) এর দলীয় অধীনায়ক সাকিলুর নিশান।
১০ ওভারের খেলায় ৮ উইকেট হারিয়ে ৬৯ রান সংগ্রহ করে পিসিবি।
বল হাতে ২ ওভারে ৪ উইকেট সংগ্রহ করে মর্নিং কিংস ক্রিকেট দলের সিনিয়র বোলার মিঠু আহমেদ।
৭০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে ২ উইকেট হারিয়ে কিছুটা ব্যাটিং বিপর্যয়ে পরে মনিং কিংস ক্রিকেট দল,দলীয় অধীনায়ক জসিম মাঠে নেমে চাপ সামলিয়ে দলকে এগিয়ে নিয়ে যায়।
দলীয় অধীনায়ক জসিম আউট হয়ে ফিরলে ব্যাটিং করতে নামে মর্নিং কিংস ক্রিকেট দলের অভিষিক্ত খেলোয়াড় ওসমান গনী পিয়াস, যখন ১২ বলে ২১ রানের প্রয়োজন ছিলো তখন ৩ টি ছয় মেরে ৩ বল হাতে রেখে মর্নিং কিংস ক্রিকেট দলকে জয় উপহার দেয় এই পাওয়ার হিটার ব্যাটার।
পুকুরিয়া ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং কানসাট মর্নিং কিংস ক্রিকেট দলের মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ ভবিষ্যতে আরো হবে বলে জানিয়েছেন দুই দলের টিম ম্যানেজার।
আজকের খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে মর্নিং কিংস ক্রিকেট দলের মিঠু আহমেদ।
Leave a Reply