আল আমিন, জাককানইবি প্রতিনিধিঃ আজ (সোমবার) বিকাল ৪ টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি(ব্যবসায় প্রশাসন অনুষদ) কর্তৃক আয়োজিত “অন্তঃব্যবসায় প্রশাসন অনুষদ বিতর্ক প্রতিযোগিতা ২০১৯” এর ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনে৷
“কথার যুদ্ধে যুক্তিই হোক প্রধান অস্ত্র “
এই স্লোগানকে চিত্তে ধারন করে ডিবেটিং সোসাইটি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন অনুষদ অত্যন্ত সফল ভাবে সম্পন্ন করেছে অন্তঃব্যাবসায় প্রশাসন বিতর্ক প্রতিযোগিতা ২০১৯।
বিতর্কের চুড়ান্ত পর্বের বিষয় ছিলো ‘এই সংসদ মনে করে যে এই সরকার মহাসড়কে টোল আদায় কে সমর্থন করে।’ অত্যন্ত সময়োপযোগী এই প্রস্তাবটি সংসদে উপস্থাপন করে সরকার দল হিসাবে অংশগ্রহনকারী হিসাববিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিভাগ।
এবং এই প্রস্তাবের বিরোধীতা করেন মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগ।
বিতর্ক প্রতিযোগিতায় বিচারক হিসাবে উপস্থিত ছিলো ডিবেটিং সোসাইটির সম্মানিত জুড়ি বোর্ড সদস্য জনাব রফিকুল ইসলাম স্যার এবং জনাব চন্দন কুমার পাল স্যার। এছাড়া বিচারক হিসাবে ছিলেন ডিবেটিং সোসাইটির সম্মানিত ভি,পি ফিরোজ আহম্মেদ এবং জি,এস রাশেদ খান।
সমগ্র প্রতিযোগিতাটি আয়োজন করে ডিবেটিং সোসাইটি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ব্যাবসায় প্রশাসন শাখার অর্গানাইজিং সেক্রেটারি আবু আন্নাস রিপন।
Leave a Reply