স্বপন কুমার রায় খুলনা ব্যুরো প্রধান:
খুলনার দাকোপের লাউডোব খুটাখালী বাজারে
৯ জানুয়ারী সোমবার বিকাল ৪ টারদিকে লাউডোব ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি দাকোপ প্রেসক্লাবের সম্নানিত সদস্য সাংবাদিক জয়ন্ত কুমার রায়ের মাতা স্বরসতি রায়( ৮৫) বার্ধক্যজনিত কারনে মৃত্যু বরন করেছে। মৃত্যকালে দুই সন্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।মৃত খবর পেয়ে জয়ন্ত রায়ের বাসভবনে এসে ১০ জানুয়ারী মঙ্গলবার সকাল ১০ টারদিকে শোকাহত পরিবারের প্রতি সমব্যেদনা জানিয়েছেন দাকোপ উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের আহবাহক জিএম রেজা,যুগ্ম আহবাহক কুমারেশ বিশ্বাস, বানিশন্তা সেচ্ছাসেবক লীগের সভাপতি জয়ন্ত রাঢ,লাউডোব ইউসিয়ন সেচ্ছা
সেবকলীগের সাধারন সম্পাদক বিপ্লব মন্ডল ,কৈলাশগঞ্জ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি প্রনব কান্তি গাইন, সাধারন সম্পাদক সমির মন্ডল,
দাকোপ ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক সুকান্ত রায়,বাজুয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের আহবাহক জয়ন্ত কুমার রায় জয়,সদস্য সচিব জলিল শেখ সভাপতি , উৎপল কুমার রায় সহ উপস্হিত ছিলেনসাংবাদিকতুষারকান্তিদাস,সাংবাদিক প্রবীর রায় বাপী,বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক স্বপন কুমার রায়, লাউডোব কানিশন্তার তহশীলদার জাকির হোসেন সহ সামাজিক সেতৃবৃন্দ।
আমরা তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।.
Leave a Reply