সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধি:
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও খুলনা মহানগর আ’লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক’র উপহার হিসেবে দুঃস্থ্য ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকালে উপজেলার ১নং চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে ১’শ ৫০ জন দুস্থ্য ও শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
১নং চাঁদপাই ইউপি চেয়ারম্যান মোল্যা মোঃ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
এ সময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ জাফর রানা, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ইস্রাফীল হাওলাদার, মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ শফিকুল ইসলাম, মোঃ হারুন মল্লিক, মোঃ আনোয়ার হোসেন, মোঃ কামরুল ইসলাম, দুর্জয় হালদার প্রমুখ।
Leave a Reply