নিজস্ব প্রতিবেদক :
চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তাঁর স্বামী রাকিব হাসান সরকার এর উদ্যোগে আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে, ভোলাহাট উপজেলা ছাত্রলীগের আয়োজনে শীতবস্ত্র বিতরণ করেন ।
আজ সোমবার বিকেল ৪টার সময় ভোলাহাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলার বিভিন্ন স্তরের মানুষের মাঝে ১৫০শত কম্বল ও ৩০০ শত সোয়েটার বিতরণ করেন । শীতবস্ত্র বিতারণের সময় তিনি আগামী উপ-নিবাচনে নৌকার জন্য ভোট চেয়েছেন ।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি সরকার ও তাঁর স্বামী রাকিব হাসান সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াসিন আলী,জেলা আওয়ামী লীগের সসহসভাপতি আঃ খালেক, ভোলাহাট উপজেলা আ.লীগের সহসভাপতি আব্দুল গাফফার মুকুল, ভোলাহাট ইউপি চেয়ারম্যান পিয়ার জাহান, জেলা পরিষদের মহিলা সদস্য হোসনে আরা পাখি, যুবলীগের সভাপতি রেজাউল করিম বাবলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি রিফাত হোসেন টুইংকেল, সাধারণ সম্পাদক আহসান হাবিব প্রমুখ।
চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন, এই শীতবস্ত্র আলহাজ্ব সামসুদ্দিন সরকার মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে বিতরণ করা হচ্ছে। তিনি আমার শ্বশুর হোন। তাঁর জন্য সবাই দোয়া করবেন যেন পরকালে আল্লাহ তাকে জান্নাত নসিব করে। তিনি অনেক ভালো মানুষ ছিলেন এবং মেহনতি মানুষের বন্ধু ছিলেন।
তিনি আরো বলেন, আমি ভোলাহাটের অনেকের সাথে কথা বলেছিআমি জানতে পেরেছি ভোলাহাট ও ভোলাহাটের মানুষ সব দিক থেকে বঞ্চিত আছে আমি চাইনা আমার ভোলাহাট সব দিক থেকে বঞ্চিত থাকুক, মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে অনেক উন্নয়ন করেছেন আমাদের ভোলাহাট কেন পিছিয়ে থাকবে। আমরাভকি মানুষ না??? আমরা ভোলাহাটকে চাঁপাইনবাবগঞ্জ সদর যেমন উন্নত, রাজশাহী যেমন উন্নত সেরকম উন্নত দেখতে চাই।
জিয়াউর রহমান চাচা অবশ্যই পাশ করবেন সে আসলে আপনারা তাকে বলবেন এটা লাগবে ওটা লাগবে আর আমিও খোজ খবর খারবো ভোলাহাটের কি কি লাগবে না হলে আমি জিয়াউর চাচাকে বলবো স্পেশালি বলবো ভোলাহাটের এটা লাগবে ওটা লাগবে আপনার এটা করতে হবে। আপনি যদি না করেন তাহলে আমি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করবো আমার ভোলাহাটের এই এই জিনিস নাই এইগুলো লাগবে। এবং মাননীয় প্রধানমন্ত্রী অনেক মমতাময়ী তার কাছে যে যা চাই তিনি হাসি মুখে খুশি মুখে সেটি দেন। জিয়াউর রহমান চাচা ৮ মাসে কিছুই করতে পারবেনা তাই ভোলাহাটের উন্নয়নের জন্য তাকে আরেকবার ক্ষমতায়বানতে হবে। আমরা নৌকা মার্কায় ভোট দিবো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জয়যুক্ত করবো তাকে জয়যুক্ত করা এখন দেশ প্রেমের অংশ। আমরা যদি বাংলাদেশকে ভালোবেসে থাকি আমরা যদি বাংলাদেশের উন্নতি চাই তাহলে প্রধানমন্ত্রীকে ভোট দিবো নৌকা মার্কায় ভোট দিবো এবং বিপুল ভোটে জয়যুক্ত করবো আমাদের ভোলাহাটের উন্নয়নের জন্য।
Leave a Reply