সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটের ঐতিহ্যবাহী অরাজনৈতিক ও অলাভজনক সেবামূলক প্রতিষ্ঠান বাগেরহাট ফাউন্ডেশন এর ৪২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১৮ জানুয়ারী বুধবার বিকেলে বাগেরহাট এসি লাহা মিলনায়তনে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে এই আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রতিষ্ঠাকালীন সময়ের বিশেষ অবদানের জন্য সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা ও বিশিষ্ট শিক্ষাবিদ এফ এম মোস্তাফিজুল হক কে সন্মাননা প্রদান করা হয়। ফাউন্ডেশনের সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান উক্ত দুজনের হাতে সন্মাননা ক্রেষ্ট তুলে দেন। ফাউন্ডেশনের সাধারন সম্পাদক আহাদউদ্দিন হায়দারের সঞ্চালনায় উপস্হিত থেকে আলোচনা করেন সাবেক সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা,এফ এম মোস্তাফিজুল হক,ফরিদা আক্তার বানু লুসি,ডেপুটি সিভিল সার্জন ডাঃ হাবিবুর রহমান,জেলা সমাজ সেবা কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান ফাউন্ডেশনের প্রতিটি সদস্যকে তৎপর হয়ে বিভিন্ন উৎস থেকে অর্থের যোগান এনে তা দিয়ে সমাজ সেবায় আরও বেশী অবদান রাখার আহ্বান জানান। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশন এর আজীবন সদস্যরা এতে অংশ নেন।।।
Leave a Reply