নিজস্ব প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আসন্ন জাতীয় সংসদের উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী জিয়াউর রহমানের সমর্থনে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও দলীয় প্রার্থী জিয়াউর রহমান, গোমস্তাপুর উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা, নাচোল উপজেলা চেয়ারম্যান আবদুল কাদের, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের নেতা ইয়াসিন আলী শাহ,জেলা ছাত্রলীগের সভাপতি ডাঃ সাইফ জামান আনন্দ, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক হালিমা খাতুন ও চিত্রনায়িকা মাহিয়া মাহি প্রমুখ।
Leave a Reply