কুড়িগ্রাম প্রতিনিধি।। কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরনীবাড়ী ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের বিরুদ্ধে টেন্ডার ছাড়াই রাস্তার প্রায় ৭০ টি জীবিত ইউক্লিপটাস গাছ কাটার অভিযোগ উঠেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৯ জানুয়ারী উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মধূপুর সরকার পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মোড় থেকে মধুপুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন সরকারী রাস্তার প্রায় ৭০ টি জীবিত ইউক্লিপটাস গাছ সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যান এরশাদুল হক কেটে বিক্রি করেছেন। নাম প্রকাশে না করার শর্তে এলাকার অনেকে জানান, চেয়ারম্যানের দাপটে আমরা অসহায়। নিয়মানুযায়ী সরকারী গাছ কাটার পূর্বে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে গাছ কাটা কমিটির সভা ও রেজুলেশন হওয়ার পর তা জেলা প্রশাসক অফিসে পাঠিয়ে অনুমতি নিতে হয়। কিন্তু বেপরোয়া চেয়ারম্যান আইনকে তোয়াক্কা না করে কিভাবে রা্স্তায় জীবিত গাছ কর্তন করেছে এ প্রশ্ন এখন এলাকার সচেতন মহলে ? এ ব্যাপারে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান এরশাদুল হকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি গাছ কাটার বিষয়ে অস্বীকার করে কে তথ্য দিয়েছেন তার নাম শুনতে চায়। উলিপুর উপজেলা চেয়ারম্যান গোলাম হোসেন মন্টু জানান, গাছ কাটার বিষয়ে এবং গাছগুলোর মুল্য আনুমানিক ২০ লক্ষ টাকা শুনেছি। তবে এভাবে জীবিত গাছ যদি কেটে থাকে তবে ঠিক করেননি।।
Leave a Reply