মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: উৎসাহ ও উদ্দীপনায় সাপাহার মডেল প্রেসক্লাবের এক বছর মেয়াদী কমিটি গঠন করা হয়েছে।
রোববার বেলা ১১টার দিকে মডেল প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনের জৈষ্ঠ সদস্য আমজাদ হোসেনের সভাপতিত্বে সিলেকশনের মাধ্যমে ১১ জন কার্যকরী সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। উক্ত কমটিতে দৈনিক মানবজমিন-এর উপজেলা সংবাদদাতা মনিরুল ইসলামকে সভাপতি ও সৃষ্টি টিভি’র প্রতিনিধি আবু বক্কারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। কমিটির পদপ্রাপ্ত অন্যান্য সদস্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আমজাদ হোসেন (দৈনিক রাজশাহী),সহ সভাপতি সাখাওয়াত হাবীব লিটন ( দৈনিক পর্যবেক্ষণ), সহ সাধারণ সম্পাদক হারুন অর রশিদ (দৈনিক লোকবাণী), সাংগঠনিক সম্পাদক রতন মালাকার ( বিশ্ব মানচিত্র), দপ্তর সম্পাদক আল মামুন ( দৈনিক স্বদেশ বিচিত্রা), প্রচার সম্পাদক মোরশেদ মন্ডল (বিজয়ের আলো), কার্যকরী সদস্য সাকিব হোসেন (প্রতিদিনের সংবাদ,বিডি লাইভ টোয়েন্টিফোর ডটকম), ময়েজ উদ্দীন ( নাচোল নিউজ), মোহাম্মদ আলী ( সময়ের কথা)। এছাড়াও সাধারণ সদস্যরা হলেন নাসির হায়দার ( ডেইলি নিউ এজ), নাজমুল হক (স্টার নিউজ), রিপন হাসান (সংবাদ ট্রিবিউন)। কমিটি গঠন শেষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন নিয়ে দীর্ঘ সময় আলোচনা করা হয়।
Leave a Reply