নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা (পিইসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহম্পতিবার বিকেলে নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. সামিউল হক লিটনের সভাপতিত্বে বিদায় ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ মাহবুব আলম খাঁন পিপিএম।
বিশেষ অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাইফুল ইসলাম, অগ্রণী ব্যাংক লিমিটেড চাঁপাইনবাবগঞ্জ শাখার সহকারী মহাব্যবস্থাপক আখতারুল হক, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবুল কালাম আজাদ, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, নবাবগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক।
অনুষ্ঠানে প্রধান অতিথি জানান, আজকের শিশু আগামী দিনের ভবিষৎ। তাই এ শিশুকে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হতে হবে। শিশুদের সাথে পিতামাতাকে সবসময় মিশে থেকে তার সার্বিক দায়দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।
Leave a Reply