নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪নং চরমোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা পিইসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে বিদ্যালয় চত্বরে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লালচান বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা ঠিকাদার সমিতির সাধারণ সম্পাদক ও সদর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন।
অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ১২নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইব্রাহিম আলী, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ফজলু রহমান মাষ্টার। স্বাগত বক্তব্য দেন, প্রধান শিক্ষক আব্দুর শুকুর।
প্রধান অতিথি তার বক্তব্যে জানান, বর্তমান বিদ্যালয়টি তাঁর মরহুম দাদার নিজস্ব মাটি ও আর্থিক অনুদানে প্রতিষ্ঠিত । তিনি তার দাদার মত এ বিদ্যালয়ের পাশে থাকবেন বলে জানান। পরে শিক্ষার্থীদের বিভিন্ন উপহার প্রদান করা হয়। এছাড়াও পৌর এলাকার আঙ্গারিয়াপাড়া, টিকরামপুর কিন্ডার গার্টেন, মাঝপাড়া, চাঁন্দলাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত হয়।
Leave a Reply