তানোর প্রতিনিধি: রাজশাহীর তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে ২৫ শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। জানা গেছে, উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত করা হয়। এসময় উপস্থিত ছিলেন,তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও তারিকুল ইসলাম, উপজেলা টিএইচও বার্নাস হাসদা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সিদ্দিকুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ আহমেদ,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম, কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মেদ প্রমূখ উপস্থিত ছিলেন। এসময় অনুষ্ঠানে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া এবং ইফতার অনুষ্ঠিত করা হয়।
Leave a Reply