বাঙালির ইতিহাসের অন্যতম গৌরবময় দিন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কাজিপুর প্রেসক্লাবের সাংবাদিকগণ। সকাল আটটায় কাজিপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত স্বাধীনতা স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রেসক্লাবের সভাপতি শাহজাহান আলী, সাধারণ সম্পাদক আবদুল জলিলসহ অন্যরা। এসময় উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাংবাদিক আব্দুর রহিম, কোষাধ্যক্ষ এনামুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান রহমান, দপ্তর সম্পাদক কোরবান আলী, তথ্য সম্পাদক লিমন হেলাল, ধর্ম বিষয়ক সম্পাদক কেএম আনোয়ার হোসেন, কার্যকরী সদস্য আব্দুল মজিদ, নাবিউর রহমান চয়ন।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মহান এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবৃর রহমান ও জাতীয় চারনেতার অবদানকে বিশেষভাবে স্মরণ করা হয়। বিশেষ করে জাতীয় চারনেতার অন্যতম শহিদ ক্যাপটেন এম মনসুর আলী এবং তার জ্যেষ্ঠ পুত্র কাজিপুরের উন্নয়নের অহংকার প্রয়াত নেতা মোহাম্মদ নাসিমকে বিশেষভাবে স্মরণ করা হয়। পরে সকল শহিদি আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
পরে সাংবাদিকগণ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত কুচকাওয়াজসহ অন্যান্য অনুষ্ঠানে অংশ নেন।
Leave a Reply