তানোর প্রতিনিধি: বর্তমান আওয়ামী লীগ সরকারের আমলে কোটি টাকার সরকারি অর্থে কাজ করা হলেও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের প্রচারণা না করে মুন্ডুমালা পৌরসভার বিদ্রোহী মেয়র সাইদুর রহমানের নাম ও ছবি দিয়ে নিজের প্রচারণা চালাচ্ছেন মেয়র সাইদুর রহমান। এমনকি উন্নয়ন কাজের ফলকে লেখা হয়নি জয়বাংলা স্লোগান বলে অভিযোগ উঠেছে। এতে করে আওয়ামী লীগ দলীয় নেতাকর্মী সহ মুন্ডুমালা পৌরবাসী ক্ষুব্ধ হয়ে উঠেছে। জনসাধারণের মধ্যে বইছে সমালোচনার ঝড়। জানা গেছে, মুন্ডুমালা পৌরসভার মুন্ডুমালা বাজারের উপরে কোটি টাকা ব্যয়ে গোল চত্বর নির্মাণ ও বাগমারাপাড়া রাস্তার আরসিসি ঢালায় রাস্তা তৈরি করে উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মধ্যে গলায় ফুলের মালা পরে উদ্বোধন করেন বিদ্রোহী মেয়র সাইদুর রহমান। তবে ঢাক ঢ়ল পিটিয়ে মেয়র সাইদুর রহমানের ছবি বড় বড় করে স্মৃতি ফলকে দিয়ে উদ্বোধন করলেও স্মৃতি ফলকে দেননি জয়বাংলা স্লোগান। যা মেয়র সাইদুর রহমানের এমন জঘন্য চাঞ্চল্যকর কান্ডে সমালোচনা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন আর মেয়র সাইদুর রহমানের নামে প্রচারণা’তাও আবার নেই জয়বাংলা স্লোগান,যা অতিব দুঃখজনক ঘটনা, বিষয়টা আওয়ামী লীগের নেতাকর্মীসহ জনসাধারণের মনে নাড়া দিয়ে রক্ত খরন করেছে বলে তৃণমূল জনসাধারণের গুঞ্জন বইছে। মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমিন বলেন,এরা উড়ে এসে জুড়ে বসা আওয়ামী লীগ নেতা, প্রকৃত আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যেতে পারে না, আওয়ামী লীগ সরকারের আমলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অর্থায়নে কাজ করছেন আর উন্নয়নের স্মৃতি ফলকে নিজের ছবি বড় বড় দিয়ে নিজের নামে প্রচারণা চালাচ্ছেন। জয়বাংলা স্লোগান টুকু স্মৃতি ফলকে লেখার জয়গা হয়না। আবার তারাই নিজেকে শতবর্ষ রাজনৈতিক নেতা দাবি করেন। মুন্ডুমালা পৌরসভার সচিব আবুল হোসেনের কাছে গোল চত্বর ও আরসিসি রাস্তার উন্নয়ন কাজের বরাদ্দের তথ্য চাইলে তিনি বলেন, এসব বিষয়ে মেয়রের অনুমতি ছাড়া আমি কিছু বলতে পারবো না,পৌরসভার মালিক মেয়র সাহেব তিনি পৌর এলাকার মধ্যে যা খুশি তাই বাস্তবায়ন করতে পারবেন,এতে কেউ বাঁধাগস্থ করতে পারবে না বলে তিনি এ প্রতিবেদককে মেয়র সাহেবের সাথে যোগাযোগ করে তথ্যের বিষয়ে অনুমতি নিতে বলেন। মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমানের সাথে একাধিক বার যোগাযোগ করে পাওয়া যায়নি।
Leave a Reply