তানোর প্রতিনিধি: তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল(আজ) সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথের সভাপতিত্বে এমাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ প্রতিনিধি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু বাক্কার, তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও তারিকুল ইসলাম, কলমা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদেমুন নবী বাবু চৌধুরী, বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, পাঁচন্দর ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন, চাঁন্দুড়িয়া ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, তালন্দ ইউপি চেয়ারম্যান নাজিমুদ্দিন বাবু, তানোর পৌরসভার প্যানেল মেয়র আরব আলী, বিএমডিএ সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
সারোয়ার হোসেন
Leave a Reply