নীলফামারী প্রতিনিধি:-
অটোভ্যানে করে ফেনসিডিল পাচারের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিমলা থানা পুলিশ।
সোমবার (২৭শে মার্চ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের বাবুরহাট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন, ডোমার উপজেলার ছোট রাউতা গ্রামের গোডাউন পাড়ার মৃত আকরাম খানের ছেলে হাসান খান (৩২) ও ডিমলা সদর ইউনিয়নের বাবুরহাট গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন (৩০)।
ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় বলেন, মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ইসলামিয়া ডিগ্রী কলেজের সামনে একটি অটোভ্যান গাড়ি তল্লাশি করে। এ সময় ভ্যানে থাকা প্লাস্টিকের চেয়ারের তলা কেটে অভিনব কায়দায় তৈরি বক্সের ভিতর রাখা ২৫০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় মাদক কারবারীদের ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি ১৫০ সিসি মোটরসাইকেল ও ৩৬টি তলাকাটা প্লাস্টিকের চেয়ার জব্দ করা হয়েছে।
বিশ্বদেব আরো জানান, আসামিরা দীর্ঘদিন ধরে গোপনে দেশের বিভিন্ন এলাকায় ছদ্মবেশ ধারণ করে একই কায়দায় অবৈধ মাদক ব্যবসা করে আসছিল। মাদক কারবারি আটক শান্তর বিরুদ্ধে ৩টি মাদক মামলা রয়েছে, যা আদালতে বিচারাধীন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান বলেন, আটক দুইজনসহ পাঁচ জনের নাম উল্লেখ করে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
Leave a Reply