শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ পৃথিবী সংবাদ এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-বরেন্দ্র নিউজ রহনপুরে খাজা বাবা ঢাকা কোচ টার্মিনাল এর শুভ উদ্বোধন–বরেন্দ্র নিউজ ভোলাহাটে কিন্ডার গার্টেন এসোসিয়েশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে স্মারকলিপি প্রদান-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিজয় দিবসে জামায়াতের র‍্যালী-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আলোচনা সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাট উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
তৃণমূলে জনপ্রিয় নেতা ময়না-বরেন্দ্র নিউজ

তৃণমূলে জনপ্রিয় নেতা ময়না-বরেন্দ্র নিউজ

সারোয়ার হোসেন,তানোর: রাজনীতির সিঁড়ি বেয়ে উঠে আসা তৃণমূল নেতাকর্মীদের জনপ্রিয় যুব নেতা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার নেতৃত্বের কোন বিকল্প নাই। তিনি আওয়ামী লীগের আদর্শে উজ্জীবীত হয়ে যুবলীগের রাজনীতিতে যোগদান করেই শুরু করেন দলকে সক্রিয় করে গড়ে তুলতে রোদ বৃষ্টি মাথায় নিয়ে মাঠে-ঘাটে কর্মীর সন্ধানে ছুটাছুটি। আর আজ গড়েও তুলেছেন তিনি উপজেলার সাতটি ইউনিয়ন ও দুটি পৌরসভার ওয়ার্ডে ওয়ার্ডে যুবলীগের সংগঠন। জানা গেছে,চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না ২০০৩ সালে যুবলীগের রাজনীতিতে যোগদানের মাধ্যমে শুরু করেন আওয়ামী লীগের রাজনীতি। তিনি একটানা বারো বছর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। সেই সাথে ২০১১ সালে প্রথম নৌকা প্রতীক পেয়ে কলমা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিপুল ভোটে পরপর তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন।চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় তিনি ২০১৫ সালে উপজেলা যুবলীগের সম্মেলনে যুবলীগের সভাপতি নির্বাচিত হয়ে আজ অবধি উপজেলা যুবলীগের দায়িত্ব সফল ভাবে পালন করে যাচ্ছেন। এছাড়া ২০১৯সালে আবারো নৌকা প্রতীক পেয়ে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি। কর্মী বান্ধব চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নাকে ঘিরেই চাঙ্গা তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনীতি,তিনিই তৃনমূল নেতাকর্মীদের একমাত্র ভরসার ঠিকানা।
বর্তমান তানোর উপজেলা আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকান্ডের ভূমিকা নাই বললেই চলে,যেটুকু আছে তাও একমাত্র চেয়ারম্যান ময়নার জন্যই উপজেলা আওয়ামী লীগের রাজনীতি টিকে আছে। ওয়ার্ড থেকে শুরু করে ইউনিয়ন ও পৌরসভার প্রতিটি পাড়া মহল্লার আনাচকানাচে চেয়ারম্যান ময়নার রাজনৈতিক জনপ্রিয়তা এগিয়ে রয়েছে। চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়না রাজনীতিতে যোগদানের পর থেকে এমপি ওমর ফারুক চৌধুরীর প্রতিটি দিকনির্দেশনা অনুযায়ী
তিনি যুবলীগের সংগঠনের পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গসংগঠনকে চাঙ্গা করতে কঠোর পরিশ্রম করেছেন। চেয়ারম্যান লুৎফর হায়দার রশীদ ময়নার কাছে তার রাজনৈতিক পথচলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,রাজনীতির জীবনে কি পেলাম আর না পেলাম সেটা বড় কথা না, দেশের জন্য দেশের মানুষের জন্য কতটুকু করতে পারলাম সেটাই সব থেকে বড় কথা। আমি বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবীত হয়ে আওয়ামী লীগের রাজনীতিতে পা দিয়েছি, আজ আমি শুধু তৃণমূল জনগণ ও দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় এতদূর আসতে পেরেছি। আমি এমপি ওমর ফারুক চৌধুরীর দিকনির্দেশনায় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দিতে কাজ করে যাচ্ছি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT