চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে “সালিশে যুবককে পেটালেন কাউন্সিলর” শিরোনামে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট শিবগঞ্জ পৌরসভার ৪ নাম্বার ওয়ার্ড কাউন্সিলর মো: সাদিকুল ইসলাম সাদেক । এক প্রতিবাদ বার্তায় তিনি বলেন, আমাকে জড়িয়ে যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত এবং মানহানিকর । প্রকৃতপক্ষে আমি কোন সালিশেই যাইনি । বরং আমার আপন দুই চাচাতো ভাইয়ের ছোট বাচ্চা সংক্রান্ত একটা পারিবারিক সমস্যা নিরসনে আমাদের বাড়িতেই বসেছিলাম । কথা বলার এক পর্যায়ে আমার আপন চাচাতো ও ছোট ভাই মো: নিয়াম আলীকে ছোট হয়েও তার আপন বড় ভাই ও ভাবীকে অশালীন ও অসম্মানজনক কথা বার্তা বলায় বেয়াদব বলে সম্বোধন করি এবং ততোক্ষনাৎ সেও আমাকে বেয়াদব ও তুই তোকারি করে সম্বোধন করে । তখন উপস্থিত সকলেই তাকে ধমক দেয় এবং আমি তার গালে শাসন করত একটা চড় মারি । আসলে ঘটনাটি একান্ত পারিবারিক । অন্য কোন উদ্দেশ্য হাসিলের জন্য এমন সংবাদ প্রচার করা হয়েছে । আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সঠিক তথ্য সংগ্রহ করে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তা প্রচারের অনুরোধ জানাচ্ছি ।
Leave a Reply