সোহেল রানা বাবু,
বাগেরহাট প্রতিনিধিঃ
নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে মুরগির বাচ্চা বিক্রি করায় নারায়ন চন্দ্র দে নামের এক ডিলারকে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ।২৯ শে মার্চ দুপুরে মিজানুর রহমান নামের একজন পোল্ট্রি খামারীর অভিযোগের ভিত্তিতে শহরের পেঁয়াজ পট্রিতে অভিযান চালিয়ে বাচ্চা প্রতি ১৪ টাকা বেশি নেয়ায় আদর্শ ফিড কর্নার নামক একটি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার আইনে এই জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাগেরহাটের সহকারী পরিচালক মোঃ ইমরান ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ ইমরান হোসেন এই অভিযান পরিচালনা করেন। এসময় তারা জানান ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দাম নেওয়া সম্পূর্ণ বেআইনি। মূল্য নিয়ন্ত্রনে রাখতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।।
Leave a Reply