সারোয়ার হোসেন,তানোর: রাজশাহীর তানোর গোল্লাপাড়া বাজারে নাম করা জনপ্রিয় প্রতিষ্ঠান পোষাক বাজারের দ্বিতীয় শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার সন্ধ্যায় গোল্লাপাড়া বাজারের প্রদীপ সুপার মর্কেটের নিচ তলায় এ পোষাক বাজারের শুভ উদ্বোধন করা হয়। এ-উপলক্ষ্যে পোষাক বাজারের নতুন শোরুমে ইফতার পার্টির আয়োজন করে দোয়া মোনাজাত করা হয়। জানা গেছে, গোল্লাপাড়া বাজারের প্রদীপ সুপার মার্কেটের প্রথম পোষাক বাজারের মালিক (প্রোপাইটার) মাইনুল ইসলাম এই পোষাক বাজারের দ্বিতীয় শোরুম উদ্বোধন করেন। এসময় পোষাক বাজারের শুভ উদ্বোধন করেন তানোর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক ও পোষাক বাজারের মালিক মাইনুল ইসলামের পিতা গোলাম রাব্বানী। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, গোল্লাপাড়া বাজার বণিক সমিতির সভাপতি সারোয়ার জাহান,সাধারন সম্পাদক রাকিবুল সরকার পাপুল, বিশিষ্ট সমাজসেবক আব্দুস সালাম,থানার মোড়ের ওয়াল্টন ও যমুনা টিভির ডিলার শহিদুল ইসলাম নান্টু,বিশিষ্ট গার্মেন্স ব্যবসায়ী উজ্জ্বল হোসেন,ফায়সাল সরকার অমি,শাহিন সরকার রনজু সহ বাজারের সকল শ্রেণী পেশার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply