সোহেল রানা বাবু,
বাগেরহাট জেলা প্রতিনিধি:
সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের অভয়ারণ্য ডলফিন সেঞ্চুয়ারীর নিষিদ্ধ এলাকায় অবৈধ অনুপ্রবেশকারী জেলে ও চোরা শিকারীদের হামলায় দুই বন কর্মকর্তাসহ সাতজন বনরক্ষী আহত হয়েছেন। বুধবার ইফতারীর কিছু আগে অবৈধ অনুপ্রবেশকারী মারুফ বিল্লাহ নামে এক জেলেকে আটক করার পর তাকে ছিনিয়ে নিতে কর্মকর্তাসহ বনরক্ষীদের উপর এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহতদের মধ্যে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান, চাঁদপাই রেঞ্জের নবাগত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান ছাড়াও বনরক্ষী মো. তুহিন, সুলতান মাহমুদ মঞ্জু, সেলিম সরদার, বোটম্যান শেখ মোতালেব হোসেন ও স্পিডবোট চালক মঞ্জু রানা আহত হন। তবে, আটক জেলেকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা। আহতদের চিকিৎসা দেয়া হয়েছে। এঘটনায় চাঁদপাই স্টেশন কর্মকর্তা ওবায়দুর রহমান বাদী হয়ে আটক জেলে মারুফ বিল্লাহ’র নামে বন আইনে ও সরকারী কর্মকর্তা কর্মচারীদের পিটিয়ে আহত করার ঘটনায় ১৯ জনের নাম উল্লেখ করে মোংলা থানায় অপর একটি মামলা করেছে।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, চাঁদপাই রেঞ্জের অভয়ারণ্য নিষিদ্ধ এলাকায় জেলে ও চোরা শিকারীরা ঢুকে পড়েছে এমন খবরে বুধবার বিকালে বন বিভাগের কাছে। চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মাহবুব হাসান ও স্টেশন কর্মকর্তা খলিলুর রহমানসহ বনরক্ষীরা অবৈধ অনুপ্রবেশকারী জেলে ও চোরা শিকারীদের আটক করদে দ্রুত অভিযানে নামে। তারা ইফতারীর কিছু আগে সুন্দরবনের শ্যালা নদীর মুখে অভয়ারণ্য ডলফিন সেঞ্চুয়ারীর নিষিদ্ধ এলাকায় জেলেদের মাছ ধরতে দেখে। তখন মারুফ বিল্লাহ নামে এক জেলেকে আটক করা হয়। এসময়ে ওই জেলে ও চোরা শিকারীরা আটক ওই জেলেকে ছিনিয়ে নিতে দুই কর্মকর্তাসহ বনরক্ষীদের উপর হামলা চালায়। হামলায় দুই বন কর্মকর্তাসহ সাতজন বনরক্ষী আহত হলেও আটক জেলেকে ছিনিয়ে নিতে পারেনি হামলাকারীরা। আহত দুই কর্মকর্তাসহ বনরক্ষীদের চিকিৎসা দেয়া হয়েছে। বন কর্মকর্তা ও বনরক্ষীদের উপর হামলায় জড়িত বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনি এলাকার জেলে ও চোরাশিকারী নয়ন খাঁ, শয়ন খাঁ, আমিরুল খাঁ, এনামুল খাঁ, লিটন খাঁ, আল মামুন শেখ, মারুফ খাঁ, তিতুমীর খাঁ ও মো. শহিদ সহ ১৯জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০জনের বৃহস্পতিবার সকালে মোংলা থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক জেলে মারুফ বিল্লাহকে বন আইনে মামলা দিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Leave a Reply