নিজস্ব প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয় ভোলাহাট উপজেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। রবিবার (২ এপ্রিল) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের ছাত্র মোঃ রবিউল আলমকে সভাপতি ও ২০১৮-১৯ সেশনের ব্যাবস্থাপনা বিভাগের ছাত্র মোঃ হাসিবুর রহমান নিলয়কে সাধারণ সম্পাদকসহ ১৫ সদস্যের পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
কমিটি গঠন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপদেষ্টা মান্ডলীর সভাপতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোঃ আশাদুল ইসলাম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোঃ নুরুল ইসলাম, ইসলামী স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. শাহ মোখ্তার আহমদ, ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ উজ্জ্বল হোক, বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনিস্টিউটের অবসরপ্রাপ্ত পরিচালক মোহাঃ মুনসুর আলীসহ অন্যান্যরা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোঃ ডলার মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদা আক্তার মিমি, কোষাধ্যক্ষ মোহা: হাদিউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন, সহ সংগঠনিক সম্পাদক মোঃ আতিক আবরার, দপ্তর সম্পাদক মোঃ করিম রেজা, প্রচার সম্পাদক আব্দুল জব্বার, মহিলা বিষয়ক সম্পাদক তানিয়া খাতুন, শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবিদা আক্তার, জনকল্যাণ বিষয়ক সম্পাদক রাকেয়া খাতুন, আপ্যায়ন সম্পাদক মোঃ শামীম রেজা, সদস্য মোঃ আলমাস আপন ও মোসাঃ লাইলাতুন্নেসা।
Leave a Reply