মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে মধ্যরাতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে উপজেলা গেটের সামনে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা সদরের মধ্যবাজার এলাকার বাসিন্দা মৃত মনির উদ্দিনের ছেলে হামিদুর রহমান অন্যান্য দিনের মত গতকালও তার রাহী ট্রাভেলস ঢাকা মেট্রো জ- ১৪-০৭৩৯ নং বাসটি উপজেলার পূর্ব গেটের সামনে রাখে। রাত সাড়ে ১১টার দিকে সেখানে দাঁড় করিয়ে রাখা বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুবৃত্তরা। খবর পেয়ে মহাদেবপুর ফায়ার সর্ভিস স্টেশনের লিডার মো. আশরাফুর রহমানের নেতৃত্বে একদল ফায়ার সার্ভিস কর্মী দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে ততক্ষণে বাসটির অধিকাংশই পুড়ে যায়। বাসটির মালিক হামিদুর রহমান বলেন, এ ঘটনায় তার প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। মহাদেবপুর থানার এস আই সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
Leave a Reply