নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে থিমেটি কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক এ জেড এম নূরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাস্থ্য, শিক্ষা ও বাল্যবিয়ের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রতিটি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে সম্মুখ ধারণা প্রদাণের লক্ষে বিভিন্ন কর্মসুচী গ্রহণ করা হয় সভায়।
জেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন জাহিদ নজরুল চৌধূরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দেবেন্দ্রনাথ ওরাঁও, পৌরসভার টাউন প্লানার ইমরান হোসেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল আলম।
আরো উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোস্তাফিজুর রহমান, এডিসির মনিটরিং এ্যান্ড ডকুমেন্টেশন অফিসার রুহুল আমিন, জেলা পরিসংখ্যান অফিসের সহকারী পরিসংখ্যান মো. আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক অফিসের সিনিয়র ট্রেড প্রশিক্ষক সেরিনা খাতুন, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জিল্লুর রহমান, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শামসুন নাহার।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী জাকির হোসেন, সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক উম্মে কুলসুম, জেলা তথ্য অফিসার ওয়াহিদ্দুজ্জামান, পরিবার পরিকল্পনা সহকারী অফিসার রওশন আরা বেগম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. শাহিদা আখতার প্রমুখ। সভায় ইউনিসেফের জেলা সমন্বয়কারী মোসা. শরিফা খাতুন সঞ্চালনা করেন।-কপোত নবী।
Leave a Reply