নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে মহাডাঙ্গা পান্না বিল পানি ব্যবস্থাপনা সমিতির ৬ষ্ঠ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে মহাডাঙ্গা পান্না বিল পানি ব্যবস্থাপনা সমিতির সভাপতি আলী আশরাফ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি ও এরফান গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. এরফান আলী। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় অফিসার প্রফুল্ল কুমার প্রামানিক, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-৩ মোসা. মোসলেমা বেগম মুসি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম। সভায় স্বাগত বক্তব্য রাখেন, মহাডাঙ্গা পান্না বিল পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদক মো. রেদুয়ান রশিদ। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর মো. এনামুল হক, সাবেক কাউন্সিলর অধ্যাপক হাবিবুর রহমান, মহাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসরুম মিনাল্লাহ বাচ্ছু, জেলা সমবায় অফিসের পরিদর্শক জুয়েল উদ্দিন, সহকারী পরিদর্শক রিয়াদ ফয়সালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।-কপোত নবী।
Leave a Reply