শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিজয় দিবসে জামায়াতের র‍্যালী-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আলোচনা সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাট উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ৫০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক-বরেন্দ্র নিউজ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে শিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
১৯ বছরেও এমপিও হয়নি- রাণীনগরের কুজাইল বিদ্যালয়!

১৯ বছরেও এমপিও হয়নি- রাণীনগরের কুজাইল বিদ্যালয়!

নিজস্ব প্রতিবেদক: ১৯ বছরেও এমপিও হয়নি- রাণীনগরের কুজাইল বিদ্যালয়! নওগাঁর রাণীনগর উপজেলার কুজাইল মাধ্যমিক বালিকা বিদ্যালয় দীর্ঘ ১৯ বছরেও এমপিওভুক্ত হয়নি। ফলে বিদ্যালয়ের ৬ জন শিক্ষক-কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। এ ছাড়া এমপিও ভুক্তের জন্য সকল শর্তাদী পুরণ থাকার পরেও গত ঘোষনার তালিকায় বিদ্যালয়টি স্থান না পাওয়ায় হতাশাগ্রস্থ্য হয়ে পরেছেন শিক্ষক-কর্মচারীরা। জানাগেছে,রাণীনগর উপজেলার কুজাইল এলাকায় নারী শিক্ষার আলো ছড়াতে ১৯৯৫ সালে “কুজাইল বালিকা বিদ্যালয়” নামে একটি বিদ্যালয় স্থাপন করেন স্থানীয় গন্যমান্য ও সচেতন ব্যক্তিরা। এরপর শিক্ষার্থী ভর্তি করে বিদ্যালয়টি চালু করা হয়। বিদ্যালয়ে পড়ালেখার মান অনুসারে এবং যোগ্যতা বলে গত ১৯৯৯ সালে মাধ্যমিক বিদ্যালয়ের স্বীকৃতি পায় এবং ২০০০ সালে নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এমপিওভুক্ত তালিকায় স্থান পায়। এরপর গত ২০০৪ সালে নিজস্ব পরীক্ষা ব্যবস্থা চালু হয়। শিক্ষকরা বলছেন, বর্তমানে বিদ্যালয়ে প্রায় ২৫৭ জন শিক্ষার্থী রয়েছে। গত ২০১৬,১৭ ও ১৮সালে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করে। এরপর থেকে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উত্তীর্ণ ও এমপিও ভুক্তের জন্য সমদয় শর্ত পুরুণ হলে চলতি বছরে ঘোষিত সারা দেশে বিদ্যালয় এমপিওভুক্ত তালিকায় স্থান পাবেন এমনটি আসা করলেও তা শেষ পর্যন্ত স্থান পায়নি। এ অবস্থায় ওই বিদ্যালয়ের ৪জন শিক্ষক, একজন নৈশ্যপ্রহরি ও একজন লাইব্রেরিয়ান প্রায় ১৯ বছর ধরে মানবেতর জীবন যাপন করছেন। অনেকে শিক্ষকতার পাশাপাশি হালচাষ এবং টিউশনি করে স্ত্রী/সন্তান নিয়ে কোন রকমে জীবন যাপন করছেন। এব্যাপারে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আলী হোসেন ও মো: এমরান আলী সহ অন্যান্য শিক্ষক/কর্মচারীরা জানান, শুন্যপদে চাকুরিতে যোগদান করার পর থেকে বিনা বেতনে প্রায় ১৯টি বছর শ্রম দিয়ে যাচ্ছেন। তারা আক্ষেপ করে বলেন,বছর জুরে কোন ঈদ কিংবা কোন তিথি পরব আসলে অন্যান্য শিক্ষকরা বেতন/বোনাসে স্ত্রী/সন্তান নিয়ে উৎসব পালন করে। কিন্তু আমরা উৎসবতো দুরের কথা টিউশনি ও হাল-কৃষি করে যেটুকু টাকা রোজগার হয় তা দিয়ে সন্তানদের পড়া লেখা এবং সংসার পরিচালনা করা অসম্ভব হয়ে পরে।তারা ওই বিদ্যালয়টি নজরে নিয়ে দ্রুত এমপিওভুক্ত করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাব্বেল হোসেন জানান,বিদ্যালয়ের ৬জন শিক্ষক-কর্মচারী দীর্ঘ দিন ধরে বিনা বেতনে চাকুরি করছেন। বিদ্যালয়টিতে পড়া-লেখার মান এবং স্বীকৃতির ভিত্তিতে গত ঘোষনার তালিকায় স্থান পাওয়ার কথা ছিল। কিন্তু তা হলোনা।.বিদ্যালয়টির প্রতি সু-দৃষ্টি দিয়ে এমপিওভুক্ত করতে সরকারের প্রতি দাবি জানান তিনি। রাণীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল জলিল শিক্ষক-কর্মচারীদের মানবেতর জীবন যাপনের কথা স্বীকার করে বলেন,বিদ্যালয়ে লেখা পড়ার মান ভাল রয়েছে। আসা করছি আগামীতে বিদ্যালয়টি এমপিওভুক্ত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT