শিরোনাম
রাণীনগরে আলোচিত মাদক ব্যবসায়ী গ্রেফতার-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিজয় দিবসে জামায়াতের র‍্যালী-বরেন্দ্র নিউজ গোমস্তাপুরে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে গোহালবাড়ী ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের দাবিতে আলোচনা সভা-বরেন্দ্র নিউজ ভোলাহাট উপজেলা বিএনপি’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ গোদাগাড়ীতে ৫০ গ্রাম হিরোইনসহ দুই মাদক ব্যবসায়ী আটক-বরেন্দ্র নিউজ গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ ভোলাহাটে শিবিরের কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ-বরেন্দ্র নিউজ ভোলাহাটে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির ওরিয়েন্টেশন অনুষ্ঠিত-বরেন্দ্র নিউজ
দাওরায়ে হাদিসের ফল প্রকাশ : পাসের হার ৭৩.৫১%

দাওরায়ে হাদিসের ফল প্রকাশ : পাসের হার ৭৩.৫১%

আল হাইয়াতুল উলয়া লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাসের হার ৭৩.৫১। ছাত্রদের পাসের হার ৭৭.১৮ আর ছাত্রীদের পাসের হার ৬৫.২৬।
আল হাইয়াতুল উলয়া লিল জামি আতিল কওমিয়ার কেন্দ্রীয় দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ফল ঘোষণা করা হয়। ফল ঘোষণা করেন প্রতিষ্ঠানটির কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী। ফল ঘোষণার আগে পরীক্ষানিয়ন্ত্রক আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মাদ ইসমাইল ফলাফলের ফাইল কো-চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেন।
ফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় আল্লামা আশরাফ আলী আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, দাওরায়ে হাদিসকে মাস্টার্সের সমমান দেয়ার পর ছাত্রছাত্রীদের মধ্যে মেধার প্রতিযোগিতা শুরু হয়েছে। অনেক সীমাবদ্ধতা সত্ত্বেও নির্ধারিত তারিখে ফল ঘোষণা করা সম্ভব হয়েছে।
অনুষ্ঠানে ছয়টি বোর্ডের প্রতিনিধিরা আগামী পরীক্ষার ফল রমজান মাসে প্রকাশ করা এবং পাসের হার যাতে না কমে সে বিষয়ে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য অক্টোবর ২০১৮ সালে জাতীয় সংসদে কওমি মাদরাসার দাওরায়ে হাদিসের সনদকে মাস্টাসের্র (ইসলামিক স্টাডিজ ও আরবি) সমমান প্রদান বিল পাস হয়।
এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২৬,৭৮৮ জন, মোট উত্তীর্ণ হয়েছে ১৯,০৭৯ জন। এর মধ্যে ছাত্র ১৩,৮৬৯ জন এবং ছাত্রী ৫,২১০ জন। পাসের হার ছাত্র ৭৭.১৮, ছাত্রী ৬৫.২৬। মুমতাজ (স্টার মার্ক) পেয়েছে ছাত্র ৯৫৯ জন এবং ছাত্রী ৯২ জন। জায়্যিদ জিদ্দান (১ম) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৪,১২৪ জন, ছাত্রী ১,০৭৬ জন। জায়্যিদ (২য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৫,৬৩৪ জন, ছাত্রী ২,৩৫১ জন এবং মাকবুল (৩য়) বিভাগে উত্তীর্ণ হয়েছে ছাত্র ৩,১৫২ জন, ছাত্রী ১,৬৯১ জন।
ছাত্রদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার আহমদ সালেম নকি, রোল নম্বর ১৫১২৭। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে তিনজন। তারা হচ্ছে সিলেটের জামেয়া মাদানিয়া আঙ্গুরা মাদরাসার হাসান আল মাহমুদ নাহিয়ান, রোল নম্বর ১০৯৩৩ ও চট্টগ্রামের আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মাহমুদ সালমান জকি, রোল নম্বর ১৫১২৮ এবং চট্টগ্রামের আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া মাদরাসার মু: আরফাত হোসাইন, রোল নম্বর ১৫৭১৭। মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকার করেছে ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়া, সাত মসজিদ রোড, মোহাম্মদপুর, ঢাকা মাদরাসার সৈয়দ আবু সায়ীদ, রোল নং ১৬৩৩।
ছাত্রীদের মেধা তালিকায় শীর্ষে রয়েছে ঢাকার জামেয়া ইব্রাহীমিয়া মহিলা মাদরাসা, কাজলারপাড়, যাত্রাবাড়ী, ঢাকা মাদরাসার শাকিলা আখতার, রোল নম্বর ১৯৭৯৯। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে দুইজন। তারা হলো বরিশালের চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ (মহিলা শাখা) মাদরাসার মোসাম্মৎ মাফরুহা, রোল নম্বর ১৬৫৪০ এবং ঢাকার ফাতেমাতুজ জাহরা (রা:) রামপুরা মহিলা মাদরাসার আয়শা সিদ্দিকা হুমায়রা, রোল নম্বর ১৯৭৮৫। তৃতীয় স্থান অধিকার করেছে যৌথভাবে দুইজন। তারা হলো বরিশালের চরমোনাই জামেয়া রশিদিয়া আহসানাবাদ (মহিলা শাখা) মাদরাসার মোসাম্মৎ রুকাইয়া, রোল নম্বর ১৬৫৩৯ এবং চট্টগ্রামের তাহফিজুল কোরআন ইসলামী আরবি বালিকা উচ্চ মাদরাসার মাহা মোহাম্মদ আব্দুল্লাহ, রোল নম্বর ২৫৩৮১।
অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন কওমি মাদরাসা শিক্ষা কমিশন আলহাইয়াতুল উলয়া লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা মাহফুজুল হক। আরো উপস্থিত ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের পরীক্ষানিয়ন্ত্রক মাওলানা মুফতি আবু ইউসুফ এবং প্রধান নিরীক্ষক মাওলানা আব্দুল গনী। বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের মাওলানা আবুল কালাম, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশের মহাসচিব মাওলানা আব্দুল বছীর এবং নিরীক্ষক মাওলানা মুহিব্বুল হক, তানজিমুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশের মহাসচিব মাওলানা মুফতি এনামুল হক, জাতীয় দীনী মাদরাসা শিক্ষা বোর্ড বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ আলী। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন আল হাইআতুল উলয়া লিল জামি আতিল কওমিয়া বাংলাদেশের দফতর সম্পাদক মাওলানা মু. অছিউর রহমান।


Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




<figure class=”wp-block-image size-large”><img src=”http://borendronews.com/wp-content/uploads/2020/07/83801531_943884642673476_894154174608965632_n-1-1024×512.jpg” alt=”” class=”wp-image-17497″/></figure>

© All rights reserved © 2019 borendronews.com
Design BY LATEST IT