বরেন্দ্র নিউজ ডেস্ক:
আল কোরআন মানুষের জন্য নির্ভুল সংবিধান। মহান আল্লাহ তালার এই বিধান অনুসারে সমাজ আলোকিত হলে কোন ধরনের অন্যায় অবিচার থাকবে না এবং আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। বৃহস্পতিবার কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ এম এম সিরাজুল ইসলাম এক দোয়া মাহফিলে একথা বলেন। কমপ্লেক্সে হেফজ বিভাগের ১০ জন ছাত্রের দাউর ও শফিনা শেষে সিরাজুল ইসলাম একথা বলেন।
হেফজ বিভাগের পরিচালক হাফেজ ক্বারী নুরুল আফসার এর সভাপতিত্বে এই অনুষ্ঠানে কমপ্লেক্সের মহাপরিচালক সিরাজুল ইসলাম আরও বলেন বায়তুশ শরফ কমপ্লেক্স আল্লাহর ওলীদের বিশেষ নির্দেশনা এবং রোহানি তওয়াজ্জুতে পরিচালিত একটি দ্বীনি প্রতিষ্ঠান। প্রতিবছর এই হেফজখানা থেকে অনেক ছাত্র হাফেজ হয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে। এবারো ১০ জন শিক্ষার্থী হেফজ শেষ করেছে। তারা আগামী ৮-৯ ডিসেম্বর মাহফিলে বায়তুশ শরফ এর প্রাণপুরুষ বাহারুল আল্লামা কুতুবউদ্দিন মদ্দাজজ জিল্লাহুল আলী হাত থেকে দস্তারে ফজিলত বা পাগড়ি গ্রহণ করবে।
Leave a Reply