রাজধানীর ওয়ারির শিশু সামিয়া আক্তার সায়মাকে (৭) হত্যার আগে ধর্ষণের আলামত পাওয়া গেছে। গলায় রশি পেঁচিয়ে হত্যা করা হয় তাকে।
আজ শনিবার দুপুরে সামিয়ার লাশের ময়নাতদন্তের পর সাংবাদিকদের এ কথা জানান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান ডা: সোহেল মাহমুদ।
ডা: সোহেল মাহমুদ বলেন, ‘শিশু সামিয়াকে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। ময়নাতদন্তের সময় শিশুর যৌনাঙ্গে আঘাতের চিহ্ন ও ঠোঁটে কামড়ের দাগ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, সামিয়াকে হত্যার আগে ধর্ষণ ও পাশবিক নির্যাতন করা হয়েছে।
গতকাল শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর ওয়ারীর বনগ্রাম এলাকার একটি ভবনের নয়তলার ফ্ল্যাট থেকে শিশু সামিয়ার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় আজ শনিবার সকালে অজ্ঞাত আসামির বিরুদ্ধে মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে।
গতকাল সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিল শিশুটি। খোঁজাখুঁজির পর রাতে পাওয়া যায় লাশ। তখন খবর দেয়া হয় পুলিশকে।
Leave a Reply