বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালী কর্তৃক মাছ চাষের নামে করতোয়া নদীর একটি অংশ দখলে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, শিবগঞ্জ সদর ইউনিয়নের উত্তর শ্যামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ঐতিহ্যবাহী করতোয়া নদীতে স্থানীয় তারা মিয়ার ছেলে প্রভাবশালী আমিরুল ইসলাম সম্প্রতি মাটি ভরাট করে বাঁশের চাটাই দিয়ে পুকুর তৈরী করে প্রায় চল্লিশ শতক অংশ দখলে নেন। দাবি করেন এটি তার নিজস্ব সম্পত্তি।
তার এ নদী দখলকে কেন্দ্র করে স্থানীয় জনসাধারণ একাধিকবার বিভিন্ন দফতরে অভিযোগ দিলেও তার কোনো সুরাহা হয়নি। নদী দখল হয়ে যাওয়ায় ওই এলাকার ১০ গ্রামের কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। নদীতে মাছ শিকারসহ কৃষি কাজের সমস্যায় পড়েছেন।
গত বৃহস্পতিবার সরেজমিনে ঘটনাস্থলে গেলে উত্তর শ্যামপুর গ্রামের কৃষক জহুরুল ইসলাম, হারুনুর রশিদ, আব্দুল হাই খোকন, আরিফুল ইসলামসহ কয়েকজন কৃষক অভিযোগ করে বলেন, নদী দখল করার কারণে আমরা নদীতে মাছ শিকার করতে পারছি না, পাশাপাশি আমাদের গরু-ছাগলকে গোসল করাতে নিয়ে গেলে দখলদার আমিরুল বাধা সৃষ্টি করে।
শিবগঞ্জ ইউপি চেয়ারম্যান তোফায়েল আহমেদ সাবু নদী দখলমুক্ত করে, নদীর নাব্যতা ফিরিয়ে এনে নদীর পানি প্রবাহের পথসহ এলাকার সৃষ্ট সমস্যাগুলো সমাধান করার জন্য প্রশাসনের নিকট আহ্বান জানান।
এ ব্যাপারে আমিরুল ইসলাম বলেন, নদী সরকারি জায়গায়, আমি মাটি ও চাটাই দিয়ে বাঁধ নির্মাণ করেছি। সরকার যখন চাইবে তখন দখলকৃত জায়গা ফেরৎ দেয়া হবে।
Leave a Reply