ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের মৃ’ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।
শুক্রবার রাত ৮টা ২৮ মিনিটে রাজধানীর বসুন্ধ’রার অ্যাপোলো হাসপাতালে শেষ নিশ্বা’স ত্যাগ করেন ফজলে হাসান আবেদ। তার মৃ’ত্যুর তথ্য নিশ্চিত করেন ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।
ফজলে হাসান আবেদের বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী’, এক মেয়ে, এক ছেলে এবং তিন নাতি-নাতনি রেখে গেছেন।
পরিবার সূত্র জানিয়েছে, আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফজলে হাসান আবেদের ম’রদেহ আর্মি স্টেডিয়ামে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হবে। দুপুর সাড়ে ১২টায় আর্মি স্টেডিয়ামেই নামাজে জানাজা সম্পন্ন হবে। জানাজার পর ঢাকার বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে, স্যার ফজলে হাসান আবেদ এর মৃ’ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইস’লাম।
শোকবার্তায় দারিদ্র্য বিমোচনসহ এ দেশের আর্থসামাজিক উন্নয়নে স্যার ফজলে হাসান আবেদের অবদান কথা উল্লেখ করেন মেয়র আতিকুল ইস’লাম।
Leave a Reply