বরেন্দ্র নিউজ ডেস্ক :
আওয়ামী লীগের সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক হিসেবে টানা দ্বিতীয়বারের মতো দায়িত্ব পেয়েছেন ওবায়দুল কাদের। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের সভাপতি পদে শেখ হাসিনার পুনর্নির্বাচন নিশ্চিতই ছিল। কারণ দলটিতে শেখ হাসিনার কোনো বিক্ল্প এখনও তৈরি হয়নি বলে মনে করেন নেতাকর্মীরা। সাধারণ সম্পাদক পদটি নিয়েই ছিল যত আগ্রহ। একাধিক যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় ছিল। যদিও ওবায়দুল কাদের পদে থেকে যাচ্ছেন, এ আলোচনাই ছিল জোরালো। শেষ পর্যন্ত সেটিই হয়েছে।
এর আগে, সকাল ১০টার পর শেখ হাসিনা সম্মেলনের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন। এবার সম্মেলনে সারা দেশ থেকে আওয়ামী লীগের সাড়ে সাত হাজার কাউন্সিলর অংশ নিয়েছেন।
Leave a Reply