প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ধারাবাহিকভাবে দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস।
আজ মঙ্গলবার দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও ঢাকা শিক্ষা বোর্ড থেকে ফলাফল ঘোষণারপর এ তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটি থেকে এ বছর শতভাগ পাসসহ পিইসিতে ৯৮.২৮% ও জেএসসিতে ৯০.৭৬% জিপিএ ৫ পেয়েছে।
বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ সূত্রে জানা গেছে, এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমস ২০০৮
সালে প্রতিষ্ঠার পর থেকে পিইসি ও জেএসসিতে টানা শতভাগ পাসসহ ফলাফলের ভিত্তিতে বোর্ডে স্থান দখল করে নিয়েছে একাধিকবার। এরই ধারাবাহিকতায় ২০১৯ সালের পিইসি
পরীক্ষায় ৩৫০ শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ৩৪৪ জন জিপিএ ৫ পেয়েছে।
এ ছাড়া জেএসসি পরীক্ষায় ২৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ ২২৬ জন জিপিএ ৫ পেয়েছে। এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসের প্রতিষ্ঠাতা সভাপতি ও থার্মেক্স
গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল কাদির মোল্লা বলেন, নরসিংদীতে মানসম্মত ও গুণগত শিক্ষা
প্রদানের অঙ্গীকার নিয়ে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলাম।
প্রতিষ্ঠার পর থেকেই ভালো ফলাফলের ধারাবাহিকতা প্রতিষ্ঠানটি অক্ষুণ্ন রেখেছে। আমি সব সময় চেয়েছি সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা মানবসম্পদে পরিণত হোক।
আমাদের একঝাঁক তরুণ শিক্ষক-শিক্ষিকার অক্লান্ত পরিশ্রমে এবং শিক্ষার্থীদের আন্তরিক
প্রচেষ্টায় এবারও ভালো ফলাফল হয়েছে।এর ধারাবাহিকতা রক্ষায় আমার নিরন্তর চেষ্টা আছে, আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে।
Leave a Reply