একরামুল
হক মুন্না পঞ্চগড় প্রতিনিধি
:গতকাল সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় স্টাফ মোঃ মাহবুবর রহমান উপ পরিদর্শক,মোঃ আসাদুজ্জামান সহকারী উপ পরিদর্শক, খয়রুল ইসলাম সিপাই এবং পঞ্চগড় পুলিশ লাইন্সের চার জন ফোর্স সহ বোদা উপজেলা র সরকার পাড়া এলাকার জাকিউর রহমান সুজন (৩৮) বাড়ি ঘেরাও করে অভিযান পরিচালনা করে । এসময় মোঃ জাকিউর (৩৮) মোঃ আব্দুর রহিম (৩৫) ,মোঃ আজিজুল হক সবুজ (৩২) কে ৪৫০ পিস ইয়াবা ও একটি pulsar মোটরসাইকেল ঢাকা মেট্রো (ল ১৯-৮৫৩৭) যার ইন্জিন নং ৪৮৬২৯ চেসিস নং ৭৫৯০৪ আটক করে । এতে উদ্ধারকৃত আলামতের মোট মূল্য তিন লক্ষ আটাত্তর হাজার তিনশত টাকা ।
এ বিষয়ে বোদা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ এর ৩৬(১) সারনির ১০(ক) ধারায় ১১ নং মামলা দায়ের করা হয় ।
একরামুল হক মুন্না, পঞ্চগড় প্রতিনিধি,
তারিখ: ১৪/০১/২০২০ইং
Leave a Reply