বরেন্দ্র নিউজ ডেস্ক :
সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামস্থ আহমদীয় মুসলিম জামাত কর্তৃক ৬৫ ভাষায় অনুবাদিত পবিত্র ৪ দিন ব্যাপী কোরআন প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ছিলো শেষ দিন।
অনুবাদিত ভাষা সমূহ যথাক্রমে-বাংলা, মানদিকা, মনিপুরী, উর্দু, ফিজিয়ান, করিয়াল, কাননাডা, লুগান্ডা, পশতো, নরওয়েজিয়ান, ইউরোবা, গুজরাটী, মারাঠী, চাইনিজ, কিকুয়া, ডেনিশ, তামিল, সিন্ধি, ইটালিয়ান, কাশ্মিরী, হিন্দী, হাওসা, কেটালান, সোহেলী, থাই, টগালো, সুইডিশ, নেপালী, গ্রীক, তেলেগু, মানডি, জার্মান, ওরিয়া, উজবেক, ওলিশ, কিকামবা, জাপানিজ, ভিয়েতনামিজ, আসামিজ, টার্কিশ, টুভালোয়ানা, কোরিয়ান, পলিশ, চেক, ডাচ, ইটালিয়ান, মালায়ালাম, বসনিয়ান, সারায়িকী, ওলোক, ফ্রেন্স, ইগবো, জুলা, পুর্তুগীজ, সিনহানিজ, ইংলিশ, বসনিয়ান, স্পেনিশ, মওরিটিয়ান, পাঞ্জাবী, পার্সিয়ান, আলবেনিয়ান, আশান্তি, বার্মিজ এবং মালে।
সুন্দরবন আহমদীয় মুসলীম জামাত-এর আমীর জিএম মোবারক আহমদের সভপতিত্বে বিগত ১০ জানুয়ারি ২০২০ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীর উদ্বোধন করেন আহমদীয় মুসলীম জামাতের কেন্দ্রীয় প্রতিনিধি, মাওলানা ফিরোজ আলম, যুক্তরাজ্য ও ন্যাশনাল আমীর মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নূরুল আমীন, এসএম মতিউর রহমান, জিএম আবু দাইদ, মাওলানা আমীর হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবও সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাতক্ষীরায় ৬৫ ভাষায় অনুবাদিত পবিত্র কোরআন প্রদর্শনী
বরেন্দ্র নিউজ ডেস্ক :
সাতক্ষীরা জেলাধীন শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রামস্থ আহমদীয় মুসলিম জামাত কর্তৃক ৬৫ ভাষায় অনুবাদিত পবিত্র ৪ দিন ব্যাপী কোরআন প্রদর্শণী অনুষ্ঠিত হয়েছে।
আজ ছিলো শেষ দিন।
অনুবাদিত ভাষা সমূহ যথাক্রমে-বাংলা, মানদিকা, মনিপুরী, উর্দু, ফিজিয়ান, করিয়াল, কাননাডা, লুগান্ডা, পশতো, নরওয়েজিয়ান, ইউরোবা, গুজরাটী, মারাঠী, চাইনিজ, কিকুয়া, ডেনিশ, তামিল, সিন্ধি, ইটালিয়ান, কাশ্মিরী, হিন্দী, হাওসা, কেটালান, সোহেলী, থাই, টগালো, সুইডিশ, নেপালী, গ্রীক, তেলেগু, মানডি, জার্মান, ওরিয়া, উজবেক, ওলিশ, কিকামবা, জাপানিজ, ভিয়েতনামিজ, আসামিজ, টার্কিশ, টুভালোয়ানা, কোরিয়ান, পলিশ, চেক, ডাচ, ইটালিয়ান, মালায়ালাম, বসনিয়ান, সারায়িকী, ওলোক, ফ্রেন্স, ইগবো, জুলা, পুর্তুগীজ, সিনহানিজ, ইংলিশ, বসনিয়ান, স্পেনিশ, মওরিটিয়ান, পাঞ্জাবী, পার্সিয়ান, আলবেনিয়ান, আশান্তি, বার্মিজ এবং মালে।
সুন্দরবন আহমদীয় মুসলীম জামাত-এর আমীর জিএম মোবারক আহমদের সভপতিত্বে বিগত ১০ জানুয়ারি ২০২০ তারিখ থেকে অনুষ্ঠিতব্য এ প্রদর্শনীর উদ্বোধন করেন আহমদীয় মুসলীম জামাতের কেন্দ্রীয় প্রতিনিধি, মাওলানা ফিরোজ আলম, যুক্তরাজ্য ও ন্যাশনাল আমীর মাওলানা আব্দুল আওয়াল খান চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা নূরুল আমীন, এসএম মতিউর রহমান, জিএম আবু দাইদ, মাওলানা আমীর হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবও সুন্দরবন প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ দেশ-বিদেশের বরেণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় প্রতিনিধি, মাওলানা নূরুল আমীন জানান, বর্তমানে পৃথিবীর ২১৪টি দেশে আহমদীয় মুসলীম জামাতের কার্যক্রম চলছে। যার সদস্য সংখ্যা ১ কোটি ২০ লক্ষ।
কেন্দ্রীয় প্রতিনিধি, মাওলানা নূরুল আমীন জানান, বর্তমানে পৃথিবীর ২১৪টি দেশে আহমদীয় মুসলীম জামাতের কার্যক্রম চলছে। যার সদস্য সংখ্যা ১ কোটি ২০ লক্ষ।
Leave a Reply