এসএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়েছে। পরিবর্তিত সময় অনুযায়ী এখন এই পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি। পূর্ব ঘোষণা অনুযায়ী এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল ১ ফেব্রুয়ারি।
শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
এবার এসএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার লক্ষ্যে দু’বছর আগে নবম শ্রেণিতে ১১টি শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশন করেছিল মোট ২০ লাখ ৭৩ হাজার ৯৮৮ জন।
সর্বশেষ এসএসসি ও সমমানের পরীক্ষায় ১৬ লাখ ৮১ হাজার ৬৮৮ জন অংশ নিচ্ছে।
উল্লেখ্য, সরস্বতী পূজার কারণে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনের তারিখ পুননির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ জানুয়ারির পরিবর্তে আগামী ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে।
Leave a Reply