অনলাইন ডেস্ক :
বিজেপি সরকারকে ঝাড়খণ্ড নির্বাচনে সমর্থন না করায় সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)’র বার্ষিক কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন মহেন্দ্র সিং ধোনি। এমন অভিযোগ করেছেন কংগ্রেস নেতা শাকিল আহমেদ। চুক্তি থেকে বাদ পড়ার মাধ্যমে ধোনির জাতীয় দলে ফেরার রাস্তা আপাতত অনেকটাই সংকুচিত হয়ে গেছে। ধোনির বাদ পড়ার পিছনে সত্যিই কি বিজেপির হাত রয়েছে? এমন প্রশ্ন তোলেন শাকিল।
টুইটারে এই কংগ্রেস নেতা লেখেন, ‘দেশকে বিশ্বকাপ জেতানো এবং অনেক সাফল্য এনে দেয়া ধোনিকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাতিল করা হয়েছে শুধুমাত্র বিজেপি-কে সমর্থন না করার জন্য। এটা হলে এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না।’ ভারতের একটি গণমাধ্যম জানায়, ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনের আগে ধোনিকে দলে টানার জন্য বিজেপির শীর্ষনেতৃত্ব যোগাযোগ করে। কিন্তু এতে রাজি না হলে বিজেপির হয়ে প্রচারের জন্য অনুরোধ করা হয় ধোনিকে। সেই প্রস্তাবেও সায় দেননি মাহি। এদিকে বোর্ডের সচিব পদে বসেছেন অমিত শাহর ছেলে জয় শাহ। তার পর থেকেই সরব কংগ্রেস। এবার বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে ধোনির বাদ পড়ায় সেদিকেই ইঙ্গিত দিলেন শাকিল আহমেদ।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) গত বৃহস্পতিবার কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। ২০১৯ সালের অক্টোবর থেকে সেপ্টেম্বর-২০২০ পর্যন্ত বার্ষিক চুক্তিবদ্ধ ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। তবে কোনো ক্যাটাগরিতেই ধোনির নাম নেই। এতদিন এ ক্যাটাগরিতে ছিলেন তিনি। চুক্তি অনুযায়ী, বছরে বোর্ড থেকে ৫ কোটি রুপি পেতেন মাহি। গেল বছর পর্যন্ত এ চুক্তিতে ছিলেন তিনি।
Leave a Reply