নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : নিরালা গুচ্ছ গ্রাম যুব সংঘ আয়োজিত চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দ্বৈত ব্যাডমিন্টন টূর্ণামেন্ট সম্পন্ন হয়েছে।
২২ জানুয়ারি বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে টূর্ণামেন্টের সেমিফাইনাল, ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে ফয়সাল বাবু ও আব্বাস বাজার দলকে হারিয়ে ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে রাকিব ডিম ভান্ডার ও ভাই ভাই স্টোর। চূড়ান্ত খেলায় চ্যাম্পিয়ন হয় রাকিব ডিম ভান্ডার দল। এবার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে ৩২টি দল অংশগ্রহণ করে টুর্নামেন্টে।
পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, মো. শহিদুল হক হায়দারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানসাট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, কানসাট ক্লাবের সহ-সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম ইসলাম ভুট্টু, সমাজসেবক. মো. মনিরুল ইসলাম মানিক, নাজিম শিকদার, আরিফুল হক, মো. কামরুজ্জামান জুয়েল, মো. আলমগীর হোসেন, শ্রী প্রকাশ চন্দ্র দাস।
আরো উপস্থিত ছিলেন, সততা যুব মানবিক উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক হাসান আলী হাদিসুর,
বিশ্বাস স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি রজব আলী,
নিরালা গুচ্ছগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. তোহরুল ইসলাম, শেখ মহসিন, নাজিম শিকদারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবারকপুর ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য
মোঃ গোলাম মোস্তফা বিশ্বাস এবং সঞ্চালনা করেন মহি মিজান।
খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিবৃন্দ। চ্যাম্পিয়ন দল পায় ৩ হাজার ও রানারআপ দল পায় ২ হাজার টাকার প্রাইজমানি। -কপোত নবী।
Leave a Reply