নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ১৪ নং ওয়ার্ডে আরামবাগ সমাজ উন্নয়ন কমিটির একযুগ পূর্তি, মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ উপলক্ষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ, কেক কাটা ও আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
২৩ জানুয়ারি অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা শাখার সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আলহাজ্ব মোখলেসুর রহমান। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সদস্য ডা. গোলাম রাব্বানী।
আরো উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, জেলা কৃষকলীগের সংগ্রামী সভাপতি ও সাবেক ছাত্রনেতা এ্যাড. আব্দুস সামাদ বকুল।
উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য ও জেলা কৃষক লীগের সহ-সভাপতি আব্দুল হাকিম, জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবু সুফিয়ান, সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান পিপিএম, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শাহজাহান আলী, যুবলীগের সিনিয়র সহ-সভাপতি যুবনেতা শাহনেওয়াজ দুলাল।
আরো উপস্থিত ছিলেন, জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডা. নাহিদ ইসলাম মুন, ১৪ নং ওয়ার্ড আ. লীগ শাখার সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক যুবনেতা আলকামাল ইব্রাহিম রতন, জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক ডা. সাইফ জামান আনন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আরামবাগ সমাজ উন্নয়ন কমিটি’র প্রধান উপদেষ্টা ও আওয়ামী লীগ নেতা মনোয়ারুল ইসলাম ইদু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, আরামবাগ সমাজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক ও
সদর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. অহিদুজ্জামান অহিদ
এ ছাড়াও সাগর, বাপ্পী, মারুফ, নিশান, শাকিল, রনি, তুষার, লিটন, রুহুল, সওদাগর, আশিক, নিলম, মুকুল, সুমন, মুসা, মোজাম্মেলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।-কপোত নবী।
Leave a Reply