মোঃ নাসিম,নাচোল-(চাঁপাইনবাবগঞ্জ)
প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নেজামপুর গ্রীণভ্যালী একাডেমীর এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ শ্রেণীর নবীন বরণ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে গ্রীণভ্যালী একাডেমীর আয়োজনে উক্ত বিদ্যালয় চত্বরে বিদ্যালয়ের পরিচালক মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেজামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমিনুল হক।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নেজামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আঃ আওয়াল, নেজামপুর বিনৌদ বিহারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমান, দিবস্থল দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ লিয়াকত আলী, অভিভাবক ও সাংবাদিক মোঃ মনিরুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা মোঃ খাইরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আবু তাহের, নাচোল প্রেসক্লাবের সভাপতি অলিউল হক ডলার, নেজামপুর ইউনিয়নের বিএনপি ছাত্রদলের সভাপতি মোঃ বুলবুল আহম্মেদ, অভিভাবক কামরুল ইসলাম সহ বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থীর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাদিকুল ইসলাম।
আলোচনা শেষে এস,এস,সি পরীক্ষার্থীদের এ্যাডমিড কার্ড, ৬ষ্ঠ শ্রেণীর কৃতি শিক্ষার্থীদের বরন সংবর্ধনা ও ২০১৯ সালের সিইসি ও জেডিসি পরীক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রবিউল ইসলাম।
Leave a Reply