বরেন্দ্র নিউজ ডেস্ক :
উত্ত্য’ক্তকারীদের ধরতে সাধারণ নারী সেজে রাস্তায় টহল দেয়া শুরু করেছেন ভারতীয় পু’লিশ সদস্যরা।
গত বৃহস্পতিবার থেকে কয়েকটি দলে ভাগ হয়ে এই অভি’যান শুরু করেন পশ্চিমবঙ্গের মানিকতলা থানার পু’লিশ সদস্যরা।
অভিযানের প্রথম দিনেই দুই যুব’ককে গ্রেফ’তার করেছে ওই নারী পুলি’শ সদস্যরা।
পুলিশের বরাতে আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, মানিকতলা থানার বিভিন্ন বাসস্টপ, বাজার, শপিংমল, অটোস্ট্যান্ড, বিধাননগর স্টেশন এবং উল্টোডাঙা প্রধান সড়কে বিকালের পর থেকেই রাস্তায় নেমেছে ওই নারী বাহিনী। তাদের সহযোগিতা করছেন থা’নার পুরুষ সদস্যরা।
নারী পুলি’শ সদস্যরা সাদা পোশাকে জনবহুল এলাকায় দাঁড়িয়ে থাকছেন। কিছুটা দূরে থাকছেন থা’নার অন্য কর্মীরা। কোনো ব্যক্তি ওই নারী কর্মীদের সঙ্গে গায়ে পড়ে কথা বলতে গেলে বা তাদের দেখে কটূক্তি করলেই অন্য পুলি’শ কর্মীরা গিয়ে ওই ব্যক্তিকে আট’ক করছেন।
পরে থানায় নিয়ে গিয়ে গ্রেফ’তার করে আদা’লতে পাঠানো হচ্ছে তাদের।
মানিকতলা থা’নার এক পুলি’শ কর্মকর্তা জানিয়েছেন, বেশ কয়েক দিন ধরে ইভটি’জ়িংয়ের অভিযোগ আসছিল। তাই বিশেষ নারী বাহিনী ‘উইনার্স’-এর কায়দায় একটি দলকে মোকাবেলায় নামানো হয়েছে।
এই দলের সাফল্য দেখে শহরের বাকি থা’না এলাকাতেও ওই ধরনের বাহিনীকে নামানোর কথা ভাবা হবে বলে জানান তিনি।
Leave a Reply