নিজস্ব প্রতিবেদক: সারাদেশে একযোগে এইচ.এস.সি সমমান পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এবছর
চাঁপাইনবাবগঞ্জে এইচ.এস.সি ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ২৩৮জন। আর
বরাবরের মতোই ফলাফলে শীর্ষ স্থান ধরেছে নবাবগঞ্জ সরকারি কলেজ। এবছর
নবাবগঞ্জ সরকারি কলেজে জিপিএ-৫ পেয়েছে ১৫৭জন।
এছাড়া নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে ২জন, নবাবগঞ্জ সিটি কলেজে ২জন, মহিপুর
কলেজে ১জন, কৃষ্ণগোবিন্দপুর কলেজে ২জন, পুখুরিয়া মহিলা কলেজে ৪জন,
শ্যামপুর হাজ্বী মমতাজ মিঞা ডিগ্রি কলেজে ২জন, শাহবাজপ্রু সোনামসজিদ
কলেজে ১জন, শিবগঞ্জ মহিলা কলেজে ৫জন, আদিনা সরকারি ফজলুল হক কলেজে ৪জন,
বিনোদপুর কলেজে ২জন, চককীর্ত্তি স্কুল এন্ড কলেজে ২জন, ভোলাহাট মহবুল্লাহ
কলেজে ১জন, ভোলাহাট মহিলা কলেজে ৫জন, জামবাড়িয়া কলেজে ১জন, রহনপুর মহিলা
কলেজে ১জন, রহনপুর ইউসুফ আলী কলেজে ১৩জন, রহনপুর পি.এম আইডিয়াল কলেজে
১জন, আলীনগর স্কুল এন্ড কলেজে ৩জন, মির্জাপুর কলেজে ১জন, নাচোল সরকারি
কলেজে ৫জন, নাচোল মহিলা কলেজে ১জন, রাজবাড়ি কলেজে ১৬জন, দিয়ার কলেজে ৩জন।
এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে শংকরবাটি হিফজুল উলুম
ফায়েজা খানুম কামিল মাদ্রাসায় ২জন ও মাদ্রাসা নাচোল মোহসিনা ফাযিল
মাদ্রাসায় ১জন।
Leave a Reply