শফিকুল ইসলাম, গোমস্তাপুর: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রহনপুর মুক্ত মহাদল ও ক্রো-ম্যাগনন যুব উন্নয়ন সমিতি। রোববার বিকেলে উপজেলা স্কাউট ভবনের সামনে এ শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়। রহনপুর মুক্ত মহাদলের সভাপতি শারফুদ্দিন আহমেদের সভাপতিত্বে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসি বেগম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুল ইসলাম আজম। এ সময় উপস্থিত ছিলেন ক্রো-ম্যাগনন যুব উন্নয়ন সমিতির সভাপতি নাজমুল হক,উপজেলা স্কাউটের যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিয়াম, ক্রো-ম্যাগনন যুব উন্নয়ন সমিতির সম্পাদক মফিউদ্দিন আহমেদ নাদিম,কোষাধ্যক্ষ সাজিমুদ্নি সরকার হীরা, সদস্য তালৎ ও মিরব। উল্লেখ্য,এলাকার নিম্ন আয়ের মোট ৪০জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Leave a Reply