নীলফামারী প্রতিনিধিঃ
“উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন (২য় পর্যায়)” শীর্ষক প্রকল্পটি ২১ জানুয়ারি ২০২০ তারিখে একনেক সভায় অনুমোদন হওয়ায় আজ রবিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে আনন্দ র্যালি করেছে জলঢাকা বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট (বিএমআই) কলেজ ও জলঢাকা বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠান থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহনে একটি করে আনন্দ র্যালি বের করে উপজেলা পরিষদ চত্বরে এসে উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা’র হাতে কৃতজ্ঞতা জ্ঞাপন পত্র দিয়ে নিজ প্রতিষ্ঠানে গিয়ে শেষ হয়। এসময় ইউএনও সুজাউদ্দৌলা বলেন, বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশের শিক্ষারক্ষেত্রে আমূল পরিবর্তন করেছে। প্রধানমন্ত্রীর যোগ্য নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উন্নত দেশের সাথে পাল্লা দিয়ে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হওয়ার আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন বিএমআই কলেজের সহকারি অধ্যাপক আজিজার রহমান, হেরম্ব কুমার রায়, সাজু, গৌরাঙ্গ এবং জলঢাকা বালিকা বিদ্যালয়ের সহকারি শিক্ষক সেলিমুর রহমান সেলিম, আব্দুল মতিন, মজনু মিয়া, নির্মলা রানী রায়, লিজা বেগম, শাহিন ইসলামসহ বিপুল সংখ্যক শিক্ষার্থী, শিক্ষক ও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
Leave a Reply