নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার অক্ট্রয় মোড় সংলগ্ন সুইস প্রতিবন্ধী বিদ্যালয়ের বাকপ্রতিবন্ধী ৩য় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিদ্যালয়টির প্রধান শিক্ষক আসাদুজ্জামানকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার দুপুরে অক্ট্রয় মোড় সংলগ্ন নিয়ামতনগর মহল্লায় অবস্থিত বিদ্যালয়টির বাথরুমে ওই প্রতিবন্ধী শিশুকে নিয়ে এ ঘটনার সময় ধরা পড়ে। স্থানীয়রা পরে পুলিশে খবর দিলে আসাদকে ধরে থানায় নিয়ে যায়।
এ ঘটনার বিষয়ে জানতে চাইলে সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মো. জিয়াউর রহমান পিপিএম জানান, এলাবাসীর অভিযোগের ভিত্তিতে বাকপ্রতিবন্ধী ৩য় শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ের বাথরুমে ধর্ষণ চেষ্টার জন্য বিদ্যালয়টির প্রধান শিক্ষককে আটক করা হয়।
তিনি আরো জানান, বাকপ্রতিবন্ধী শিশুটিকে ইশারায় জিজ্ঞেস করা হয় তার সাথে কি ঘটনা ঘটেছে। ইশারায় শিশুটি বুঝিয়ে দেয় তার সাথে খারাপ আচরণ করেনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক। তিনি আরো জানান, প্রাথমিক তদন্তে এ ঘটনার সত্যতা না পাওয়া ও কোন অভিযোগ না হওয়ায় আটককৃত আসাদকে ছেড়ে দেয়া হয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের করা হয়নি বলেও জানান, ওসি জিয়াউর রহমান। -কপোত নবী।
Leave a Reply